ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

এসবিএসি ব্যাংকের সঙ্গে আল-হেলাল হাসপাতালের চুক্তি  

প্রকাশিত : ২১:২২, ৩০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও রাজধানীর মিরপুরস্থ আলহেলাল বিশেষায়িত হাসপাতালের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।   

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং আলহেলাল হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।  

এ সময় ব্যাংকের হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, সিএফও মোঃ মাসুদুর রহমান এফসিএ, হেড অব ব্যাংকিং অপারেশন মোঃ আবু বায়জিদ শেখ, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারী ও কর্মরতরা হাসপাতালের সবধরনের সেবায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি